‘যুক্তির আলোকে মুক্তির গানে, সত্যের মিছিল প্রাণে প্রাণে’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিনদিন ব্যাপি আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা।
প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারটায় র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন।
র্যালি উদ্বোধনের সময় তিনি বলেন, ‘বিতর্কের মাধ্যমে জাতীয় বিভিন্ন সমস্যার সন্ধান পাওয়া যায় এবং এসব সমস্যার সমধানও পাওয়া যায়। ’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম ও মো: লুৎফর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স (ডিএসই) এর আয়োজনে এই প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি ক্লাব অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন আগামী শুক্রবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিন শনিবার ফাইনাল রাউন্ড ও বারোয়ারি বিতর্ক প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে ফাইনাল রাউন্ডের উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন।