জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা সমাধানে বিশ্বব্যাপি একযোগে অনুষ্ঠিতব্য র্যালিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। র্যালিটি ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
বিশ্বব্যাপি এই কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কার্বন উৎপাদন ৩৫০ পিপিএম মাত্রায় কমিয়ে আনতে বিজ্ঞানভিত্তিক নীতিমালা প্রণয়ন, সমতার ভিত্তিতে এবং দ্রুত কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের মাত্রা শূন্যে নামিয়ে আনা, বিশ্বে কার্বনের মাত্রা ৩৫০ পিপিএম এ কমিয়ে আনতে পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করা, এবং দূষণকারীদের নয়, জনগণের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা।
আয়োজকরা বাংলানিউজকে জানান, র্যালিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী, পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। বিশ্বব্যাপি এই আয়োজনের উদ্যোক্তা 350.org।
বাংলাদেশে এই কর্মসূচিতে ৫০-এর বেশি সংগঠন অংশ নিচ্ছে যার মধ্যে বাপা, বাংলাদেশ ইয়ুথ মূভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ট্রি, হ্যাস বাংলাদেশ, নাগরিক উদ্যোগ, গ্রীন ভয়েস, ডাব্লিউ বি বি, ওয়ার্ল্ড এইড ফাউন্ডেশন, সিটিজেন রাইটস মূভমেন্ট, কাপ, সিএসআরএল অন্যতম।
বিস্তারিত তথ্যের জন্য ফেসবুকের গ্রুপের মাধ্যমে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। লিংকটি নিচে দিয়ে দেওয়া হলো।
http://www.facebook.com/event.php?eid=114269155344710
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১