বিশ্বের সবচেয়ে পুরনো শ্যাম্পেন প্রদর্শন করা হচ্ছে সিঙ্গাপুরে। ধারণা করা হচ্ছে ওই শ্যাম্পেনভর্তি বোতলটি ১৭০ বছরের পুরনো।
এরপর ভোভ্ ক্লিকো ব্রান্ডের ওই শ্যাম্পেনের বোতলটি স্রেফ রোমান্সের জন্য নিলাম থেকে কিনেছিলেন সিঙ্গাপুরের এক বাসিন্দা রবি বিশ্বনাথ। তার দশম বিবাহবার্ষিকীতে স্ত্রী জুলিয়াকে উপহার দেওয়ার জন্য বিশ্বনাথ ৩০ হাজার ইউরোর বিনিময়ে ওই শ্যাম্পেনের বোতলটি এক নিলাম হাউস থেকে কেনেন।
ফ্রান্সের নাগরিক এবং সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা রবি বিশ্বনাথ বলেন, ‘নিলামে যখন আমি প্রথম ওই শ্যাম্পেনের বোতলের কথা শুনলাম, তখনই মনে হলো আমাদের বিয়ের দশম বার্ষিকীতে এর চেয়ে ভালো উপহার আর হতে পারে না। ’
ধারণা করা হয়, এই শ্যাম্পেনের বোতলটি ১৭০ বছরের পুরনো। গত বছর বাল্টিক সাগরের তলদেশের একটি ভাঙা জাহাজের খোল থেকে ১৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। সেই উদ্ধারকৃত মদেরই এক বোতল হলো এই ভোভ্ ক্লিকো।
জাহাজ থেকে পাওয়া সবগুলো মদের বোতলই খোলা হয়েছিল স্বাদ চেখে দেখার জন্য। পরে তা বিক্রির জন্য রাখা হয়। ওই মদ চেখে দেখা একজন বলেন, ওই মদগুলো থেকে একপ্রকার ফুলের এবং টক টক গন্ধ আসছিল। একই সঙ্গে তা ছিল পুরনো সুগন্ধময় মিষ্টি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১