ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ডিআইইউতে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, সেপ্টেম্বর ২৫, ২০১১
ডিআইইউতে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস বিষয়ে উচ্চতর পড়াশোনা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি নতুন সংযুক্ত এ কোর্সের শুভ উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সবুর খানের এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার সবক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এবং ক্রমেই তা বাড়ছে। ’ উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্বরুপ তিনি  গ্রামীণ ও শহরের মানুষের জীবনযাত্রার সঙ্গে মাল্টিমিডিয়াযুক্ত বিভিন্ন পণ্য এমপ্রিথ্রি প্লেয়ার, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে অডিও, ভিডিও, গ্রাফিক্স এ্যানিমেশনের ব্যবহার ও চাহিদার দিকগুলো তুলে ধরেন। যা উন্নত জাতি গঠনে মেধাকে বিকশিত করতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে সবুর খান বলেন, শুরু থেকেই ডিআইইউ যুগোপযোগী বিষয়সমূহে গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থীরা দেশে-বিদেশে চাকরীর বাজারে আমাদের শিক্ষার্থীরা ভালো করছে। ’ এছাড়া সদ্য শুরু হওয়া প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তি  ৫ জন শিক্ষার্থীর শতভাগ বৃত্তি ঘোষণা করেন তিনি।

চলতি সেমিস্টার থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা এ বিষয়টি নেওয়ার সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, ভিন্ন ধারার নতুন বিষয় যেমন: রিয়েল এ্যাস্টেট, পুষ্টি ও খাদ্য প্রকৌশল, হসপিটালিটি ও ট্যুরিজম  এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স সম্প্রতি চালু হয়েছে।

বর্তমান সরকারের গৃহীত তথ্যপ্রযুক্তির বিকাশমান ধারাকে আরো গতিশীল করতে ও  ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূর্চি  বাস্তবায়নে  মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস-এর শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে সবাই আশা করছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।