ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবির ‘রহিমা-হাকিম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ পেয়েছেন দুই শিক্ষার্থী

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, সেপ্টেম্বর ২৫, ২০১১
জাবির ‘রহিমা-হাকিম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ পেয়েছেন দুই শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মরহুম জিয়া হায়দার পরিবার প্রবর্তিত ‘রহিমা-হাকিম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ পেয়েছেন বিভাগের প্রথমবর্ষের সবচে ভালো ফলাফল অর্জনকারী ফারজানা রহমান এবং চতুর্থবর্ষের সবচে ভালো ফলাফল অর্জনকারী শাহাদাতউল্লাহ।

রবিবার বিভাগের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি এই দুই শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।



বৃত্তির চেক প্রদানকালে উপাচার্য শিক্ষাবৃত্তিতে এগিয়ে আসার জন্য মরহুমের পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, মরহুম জিয়া হায়দারের ছোট ভাই কথাসাহিত্যিক রশীদ হায়দার প্রমুখ।

উল্লেখ্য, অধ্যাপক জিয়া হায়দারের ইচ্ছানুযায়ী তাঁর মা-বাবার নামে এই বৃত্তি চালু করা হয়। এ বছরই প্রথম শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মোট পাচ লক্ষ টাকা ফান্ডে দেওয়া হয়েছে। ধীরে ধীরে এ অর্থ শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।