ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

চবিতে বিবিএ-তে পড়াশোনা

মাহবুব আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, সেপ্টেম্বর ২৬, ২০১১
চবিতে বিবিএ-তে পড়াশোনা

দেশের চাকরির বাজারে ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াশোনা করা শিক্ষার্থীদের সুযোগ তৈরি হয়েছে। তাই ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করার ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহও দিন দিন বেড়ে চলেছে।

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা পড়ার সুযোগ করে দিচ্ছে।

বিবিএ বিষয়ে ভর্তির ব্যাপারে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক গোলাম মহিউদ্দিন বাংলানিউজকে জানান, ‘সংখ্যার দিক দিয়ে বাংলাদেশে ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের অবদান উল্লেখযোগ্য। দেশের ক্রমবর্ধমান চাকরির বাজারে ব্যবসায়ে প্রশাসনের শিক্ষার্থীদের উপস্থাপন কৌশল, প্রতিষ্ঠানের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, কর্মক্ষেত্রে সমস্যা সমাধানে অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকায় তাদের চাহিদা বেড়ে চলছে। ’  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার  আবেদন করতে পারবে।

বিভাগ সমূহ:

ব্যবসায় প্রশাসন অনুষদ সি ইউনিটের আওতাধীন। এতে আছে, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং স্ট্যাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিষয়ে বিবিএ  প্রোগ্রামে পড়াশোনার সুযোগ। প্রতি বিষয়েই ১১৯ টি আসন রয়েছে।


ভর্তির যোগ্যতা:

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান/ডিপ্লে¬ামা ইন কমার্স / ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ ব্যবসায় ব্যবস্থাপনায়/ উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ- ৭.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায়ই জিপিএ  ৩.৫ এর কম হলে হবে না।  
   

আবেদন প্রক্রিয়াঃ

টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে CU <স্পেস>   এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> এইচএসসি পরীক্ষার রোল নম্বর <স্পেস>  এইচএসসি পাশের সাল <স্পেস>  এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর  <স্পেস> এসএসসি পরীক্ষার রোল নম্বর <স্পেস>  এসএসসি পাশের সাল <স্পেস> A (কাঙ্খিত ইউনিটের কী-ওয়ার্ড) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এক্ষেত্রে ভর্তির আবেদন ফরমের জন্য ৪০০ টাকা কাটা ছাড়াও সার্ভিস চার্জ  কেটে রাখা হবে। পরবর্তীতে আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৭ দিন পর পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। একবার এসএমএস করে আবেদন করলে পরবর্তীতে তা প্রত্যাহার করা যাবেনা।

এসএমএস পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে।

সম্মতি জানাতে প্রথমে CU <স্পেস>  YES <স্পেস> গোপন নম্বর <স্পেস>  আবেদনকারীর মোবাইল নম্বর  <স্পেস> ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। এছাড়াও  যে কোন প্রয়োজনে হেলপ লাইনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিম্নের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। মোবাইল নম্বরটি হলো- ০১৫৫৫৫৫৫১৩৭।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।