ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

‘কুকুরখাওয়া উৎসব’ চলবে না চীনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, সেপ্টেম্বর ২৬, ২০১১
‘কুকুরখাওয়া উৎসব’ চলবে না চীনে

চীনের ছয়শ বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্য ‘কুকুরখাওয়া উৎসব’। কিন্তু এটিকে নিষিদ্ধ করেছে চীনের এক প্রাদেশিক সরকার।

ব্যাপকহারে কুকুর নিধনের বিরুদ্ধে জনগণ ও পশুঅধিকারকর্মীরা ইন্টানেটে বারবার প্রতিবাদ করার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া সোমবার এ খবর প্রকাশ করেছে।

চীনের বহু প্রাচীন এই উৎসবে কিছুটা নিষ্ঠুরতাও আছে। উৎসবটি সাধারণত প্রতি বছর অক্টোবরে পালন করা হয়। সিনহুয়া জানায়, উপকূলীয় প্রদেশ ঝেজিয়াংয়ের কিয়ানসি শহরে উৎসবের দিন রাস্তায় লোকেরা জ্যান্ত কুকুর ধরে এনে কুপিয়ে হত্যা করে, তারপর এর চামড়া ছাড়িয়ে ফেলে।

মিং রাজবংশের আমলে একটি ঘটনার স্মরণে এই উৎসবটি পালন করা হয়। সে আমলে এক যুদ্ধে শত্রুর আগমনে সতর্কতামূলক ডাক না দেওয়ায় কিয়ানসির সব কুকুর হত্যা করা হয়। যুদ্ধে জয়লাভের পর ওই সব কুকুরের মাংস নিয়ে জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন করা হয়েছিল। সেই থেকে স্থানীয় লোকেরা চীনের বিভিন্ন উৎসবের ছুটিতে মন্দিরে গিয়ে কুকুরের মাংস খায়।

সিনহুয়া আরও জানায়, প্রাচীন এই উৎসব আধুনিক বাণিজ্যে পরিণত হয় আশির দশকে। তবে কুকুরের মাংস খাওয়াটা ঐতিহ্যই থেকে গেছে। এতে করে যা হলো, কসাইরা ভেজালমুক্ত ও নিরাপদ মাংসের প্রমাণ হিসেবে লোকসমক্ষে কুকুর হত্যা ও চামড়া ছাড়ানো শুরু করল।

সম্প্রতি হাজার হাজার চীনা ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই কুকুরখাওয়া উৎসবের সমালোচনায় মুখর হয়। কিয়ানসির স্থানীয় সরকারকে এ ব্যাপারে হস্তক্ষেপের অনুরোধ জানায় তারা। অবশেষে ওই প্রদেশের সরকার এই উৎসব নিষিদ্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।