ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জবিতে আসন প্রতি ৪৮ জন ভর্তিচ্ছু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, সেপ্টেম্বর ২৬, ২০১১
জবিতে আসন প্রতি ৪৮ জন ভর্তিচ্ছু

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী অংশ নিবে।

প্রাথমিকভাবে আবেদন করা শিক্ষাথীর সংখ্যা থেকে এ তথ্য পাওয়া গেছে।



বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ১২০ আসনসহ মোট ২হাজার ৭৫৫ আসনের বিপরীতে ১ লাখ ৩২ হাজার ১শ ৪৭ টি আবেদন জমা পড়েছে। আসন প্রতি আবেদনকারীর গড় সংখ্যা ৪৭.৯৬ জন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনের জন্য গত ২২ আগস্ট থেকে মুঠোফোনে এসএমএস ২৫ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।

এতে বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে ৮১০ আসনের বিপরীতে ২৮ হাজার ৩শ ৭৬টি, কলা অনুষদভুক্ত বি ইউনিটে ৭১০ আসনের বিপরীতে ৩৩ হাজার ৩শ ৫৫টি, বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটে ৬৮০ আসনের বিপরীতে ৩৬ হাজার৬ শ২টি এবং বিভাগ পরিবর্তন ইউনিট ডি তে ৫৫৫ আসনের বিপরীতে ৩৩ হাজার ৮ শ১৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

গড় হিসেবে আসন প্রতি সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে আসন প্রতি গড় আবেদন পড়েছে ৬০.৯২, এছাড়া ‘সি’ ইউনিটে গড় আবেদন ৫৩.৮২, ‘বি’ ইউনিটে গড় আবেদন ৪৬.৯৭, ‘এ’ ইউনিটে গড় আবেদন ৩৫.০৩।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ১৪ অক্টোবর, ‘বি’ ইউনিটের ২১ অক্টোবর, ‘সি’ ইউনিটের ২৮ অক্টোবর এবং ‘ডি’ ইউনিটের ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

জবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আসনপ্রতি বিপুল সংখ্যক শিক্ষার্থীর আবেদনের জন্য সন্তোষ প্রকাশ করে জবি উপাচার্য অধ্যাপক ড.মেসবাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গড় আবেদনের সংখ্যা সর্বোচ্চ। এখন  আমর্ াসুষ্ঠভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের  জন্য কাজ করছি।

বাংলাদেশের সময়: ২০১০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।