ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে পুরনো সচল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, সেপ্টেম্বর ২৮, ২০১১
বিশ্বের সবচেয়ে পুরনো সচল গাড়ি

বাষ্পইঞ্জিন চালিত বিশ্বের সবচে পুরনো সচল গাড়িটি নিলামে তোলা হয়েছে। এর বয়স ১২৭ বছর।

গাড়িটির দাম ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠবে বলে আশা করা হচ্ছে।

দ্য সানের খবরে বলা হয়, দে দিওন বুতন এত ত্রেপারদক্স মডেলের ওই গাড়িটি ফ্রান্সে ১৮৮৪ সালে কাউন্ট দি দিওনের জন্য তৈরি করা হয়।   হেনরি ফোর্ডের প্রথম গাড়ি তৈরির ১২ বছর আগে এই গাড়িটি তৈরি হয়। কাউন্টের মায়ের নাম অনুসারে এর ডাক নাম দেওয়া হয়েছিল ‘লা মারকুয়িস’। গাড়িটির দৈর্ঘ্য ৯ ফুট আর ওজন প্রায় ৯৫০ কেজি।

গাড়িটি সচল রাখতে বাষ্প তৈরির জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো কাগজ, কাঠ এবং কয়লা। চলার মতো যথেষ্ট বাষ্পচাপ তৈরি করতে সময় লাগত ৪৫ মিনিট। ঘণ্টায় সর্বোচ্চ ৬১ কিলোমিটার বেগে চলতে পারত গাড়িটি।

তবে ১৯০৬ সালে ফ্রান্স সেনাবাহিনীর এক কর্মকর্তা হেনরি দোরিওলের কাছে গাড়িটি বেচে দেন
দে দিওন। আর দোরিওলের পরিবার গাড়িটি ব্যবহার করেছিল ৮১ বছর!

কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর গাড়িটি তার সক্ষমতা (ফিটিংস) হারিয়ে ফেলে। এরপর ১৯৮৭ সালে গাড়ি বিশেষজ্ঞ টিম মুর এটা কিনে নেন। তিনি গাড়িটি মেরামতের পর তা এখনও সচল রয়েছে।

বাংলাদেশ সময় : ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।