জীবজন্তুর ক্ষত যেভাবে সারে, তেমনি প্লাস্টিক বা ধাতুর তৈরি বস্তুর ক্ষতিগ্রস্ত অংশও সারবে স্বয়ংক্রিয়ভাবে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই নতুন কৌশল উদ্ভাবন করেছেন।
তারা জানান, প্রাণীর শরীরে রক্তপ্রবাহের কৌশল তাদের এই পদ্ধতি উদ্ভাবনে অনুপ্রেরণা জুগিয়েছে। ধাতু বা প্লাস্টিক নির্মিত কোনো বস্তুর মধ্যে ওই প্রক্রিয়ায় ক্ষত সারানোর তরল ঢুকিয়ে দিতে পারলেই এটা সম্ভব। তাদের গবেষণার ফলাফলটি রয়্যাল সোসাইটি ইন্টারফেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
জড়বস্তুর নিজস্ব সুরক্ষাব্যবস্থা নিয়ে গত প্রায় এক দশক ধরে গবেষণা চলছে। ফাটল সৃষ্টি হওয়া বা ভেঙে যাওয়া ঠেকানোর মাধ্যমে ঝুঁকি ও খরচ দুটিই কমানো যাবে এমন একটি কৌশল উদ্ভাবনের জন্য অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
এজন্য নানা কৌশলের কথা চিন্তা করা হয়েছে। তার মধ্যে একটি হলো নিরাময়কারী কোনো তরলের ক্যাপসুল ধাতব, প্লাস্টিক বা কার্বন যৌগনির্মিত বস্তুর ভেতরে স্থাপন করা হবে। বস্তুটি ভেঙে বা ফেটে গেলে ক্যাপসুল ভেঙে তরলটি বেরিয়ে ওই ক্ষতিগ্রস্ত অংশ সারিয়ে তুলবে।
কিন্তু এতে খুব কম পরিমাণ তরল রাখা যায়। আর অনেক ক্যাপসুল গেঁথে দিলে বস্তুটি দুর্বল হয়ে যেতে পারে।
অধ্যাপক ন্যান্সি ও তার দল উদ্ভাবিত এই নতুন পদ্ধতি অনুযায়ী, প্লাস্টিকের কোনো বস্তুর মধ্যে প্রাণীর শিরা-উপশিরার মতো সূক্ষ্ম নলের একটি নেটওয়ার্ক তৈরি করা হবে। এই নলগুলোর ব্যাস হবে ১০ কোটি ভাগের এক ভাগেরও কম। নলগুলো পূর্ণ থাকবে নিরাময়কারী বিশেষ তরল দিয়ে।
বস্তুর ক্ষতিগ্রস্ত অংশে ব্যাপন প্রক্রিয়ায় তরলটি ছড়িয়ে যাবে এবং তাৎক্ষণিকভাবে ক্ষত সারিয়ে তুলবে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১