ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

১৩ হাজার বছর আগের শিশুদের আঁকা ছবি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, সেপ্টেম্বর ৩০, ২০১১
১৩  হাজার বছর আগের শিশুদের আঁকা ছবি!

ঢাকা: ফ্রান্সে সন্ধান পাওয়া একটি প্রাগৈতিহাসিক গুহাচিত্র এঁকেছিল শিশু শিল্পীরা। এদের বয়স ছিল তিন বছর বা তার কিছু বেশি।



সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ব বিদ্যালয়ের একদল গবেষক এই দাবি করেছেন।

ফ্রান্সের হানড্রেড ম্যামথস গুহায় পাওয়া চিত্রটির পাশে আঙ্গুল দিয়ে তৈরি করা চিত্রও (খাঁজ) রয়েছে। এই গুহাচিত্রটি ১৩ হাজার বছর আগের। এই আঙ্গুলের ছাপগুলি শিশুদের বলে ধারণা করছেন গবেষকরা।

ওই গবেষকরা সম্প্রতি গুহাচিত্র থেকে শিল্পীর লিঙ্গ ও বয়স নির্ধারণের একটি কৌশল উদ্ভাবন করেছেন।
তারা বলছেন, গুহাচিত্রটিতে হাতের আঙ্গুল দিয়ে যে চিত্র আঁকা হয়েছে তার শিল্পী বড় জোর ৫ বছর বয়সী মেয়ে শিশু।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ওয়ালডেন বিশ্ব বিদ্যালয়ের ড. লেসলি ভন গেলডারের নেতৃত্বে নৃতাত্ত্বিক জেস কুনি গবেষণা করেছেন। তিনি বলেন, ‘ওই গুহাটির সর্বত্র শিশুর আঙ্গুল দিয়ে আঁকা খাঁজ চোখে পড়ে। ’

তিনি আরও বলেন, ‘আমরা যে শিশুদের ছাপ পেয়েছি তাদের বয়স তিন থেকে সাত বছরের মধ্যে। ছাপগুলো মিলিয়ে আমরা চারটি আলাদা শিশুকে সনাক্ত করতে পেরেছি। ’

কুনি আরও জানান, বেশিরভাগ শিশুর বয়স ৫ বছরের কাছাকাছি। আর নিশ্চিতভাবে বলা যায় এরা মেয়ে শিশু।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।