ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

‘স্বেচ্ছামৃত্যুর অধিকার চাই!’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, অক্টোবর ২, ২০১১
‘স্বেচ্ছামৃত্যুর অধিকার চাই!’

স্বেচ্ছামৃত্যুর অধিকারের দাবিতে লড়ছেন ভারতের এক তরুণী। উত্তর প্রদেশ রাজ্যের কানপুরের এই তরুণী তার দাবি নিয়ে আদালত পর্যন্ত গেছেন!

গত ৯ বছর ধরে রক্তের ক্যান্সারে ভুগছেন ২১ বছর বয়সী এ তরুণী।

প্রতি সপ্তাহে শরীরে রক্ত সঞ্চালনের অর্থ জোগাড় করার মতো আর্থিক সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তার এই রোগের স্থায়ী চিকিৎসার জন্য বোনমেরো প্রতিস্থাপন করা প্রয়োজন। এতে খরচ পড়বে প্রায় ২০ লাখ রুপি। ওই তরুণীর গরিব পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়।

সহায়তা চেয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি লিখেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়া পাননি। তাই নিরূপায় হয়ে অবশেষে স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

উল্লেখ্য, ভারতের আইনে স্বেচ্ছামৃত্যু নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।