বিপদে আছে তাজমহল। এর মূল ভিত্তি সংস্কারে জরুরি পদক্ষেপ না নিলে এই অমর স্থাপত্যকীর্তি মাত্র পাঁচ বছরের মধ্যেই ধসে পড়বে।
মার্বেল পাথরে তৈরি ৩৫৮ বছরের পুরনো এই দৃষ্টিনন্দন মুঘল স্থাপত্যকীর্তিটি আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। স্থাপত্যকীর্তিটি দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক ভারতে আসেন। কিন্তু শিল্পবর্জ্য ও বন ধ্বংসের কারণে সৃষ্ট দূষণে যমুনা নদীও এখন নিজেই সংকটাপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে।
প্রচারণা চালানো কর্মীরা বলছেন, এর ভিত্তি দুর্বল এবং ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। গত বছর সমাধির একাংশে এবং চারটি মিনারে ভাঙন দেখা দিয়েছে। সমাধিটির চারপাশ এই মিনার দিয়ে ঘেরা।
ঐতিহাসিক, পরিবেশবাদী এবং রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত প্রচারণা চালানো একটি গ্রুপ বলেছে, এই ভাঙন সারাবার সময়সীমা এরই মধ্যে শেষ হয়ে গেছে। কাজেই খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার।
আগ্রার সাংসদ রামশঙ্কর কাথেরিয়ার উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, তাজমহলের ভিত্তির ক্ষত না সারানো হলে এটি দুই থেকে পাঁচ বছরের মধ্যেই ভেঙে পড়বে।
তাজমহল রক্ষার পক্ষে প্রচারণা চালানোর নেতৃত্ব দিচ্ছেন রামশঙ্কর।
ঐতিহাসিক অধ্যাপক রামনাথ বলেন, ‘গত তিন দশক ধরে কাউকেই তাজমহলের ভিত্তির কাছে যেতে দেওয়া হচ্ছে না। যদি সবকিছু ঠিকই থাকে তবে কাউকে কেন সেখানে যেতে দেওয়া হচ্ছে না?’
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা,অক্টোবর ০৫, ২০১১