চীনের দক্ষিণ-পূর্বে পার্ল নদীর বদ্বীপে ২৬০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত হংকং। ব্যবসার খাতিরে এই অঞ্চলে কালক্রমে পাড়ি জমিয়েছেন নানা দেশ ও জাতির মানুষ।
ফটোগ্রাফাররা দেখিয়েছেন, শহরের এসব ঝলমলে দালান-কোঠাই হংকংয়ের সম্পূর্ণ চিত্র নয়। কিছু অঞ্চল রয়ে গেছে কৃত্রিমতার স্পর্শের বাইরে। প্রকৃতি তার অনন্য শোভায় সাজিয়েছে ভূখণ্ডটিকে। অসাধারণ সব কম্পোজিশনে ফুটে উঠেছে হংকংয়ের সুউচ্চ পর্বতচূড়া ও নির্জন বনাঞ্চল।
এটি হংকংয়ের সর্বোচ্চ শৃঙ্গ তাই মো শাং। এর উচ্চতা ৯৫৭ মিটার।
এটি হংকংয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ সানসেট পিক। ৮৬৯ মিটার উঁচু এ পর্বতের সামনে দেখা যাচ্ছে মেঘের সমুদ্র। সূর্যাস্ত দেখার জন্য এ পর্বত চূড়াটি আদর্শ।
সানসেট পিকের আকাশে বসেছে তারার হাট। দূরে দেখা যাচ্ছে আলোক ঝলমলে হংকং সিটি। ছবিটি তুলেছেন ২০১৩ সালে হংকং ন্যাশনাল জিওগ্রাফি ফটোকন্টেস্টের বিজেতা উইল চো।
হংকংয়ের নির্জন বনাঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে একটি সরু খরস্রোতা নদী।
এটি হংকং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া লানতাও পিক।
দুটি সবুজ ভূ-খণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করছে একটি ব্রিজ। স্থান- তাই ও, হংকং।
সন্ধ্যাবেলা অদ্ভুত গোলাপি বর্ণ ধারণ করেছে হংকংয়ের আকাশ। শহরের উপর জমা হয়েছে নাটকীয় মেঘ। সর্বোচ্চ শৃঙ্গ তাই মো শাং থেকে যেমনটা দেখায় হংকং সিটি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনএইচটি/এএ