যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল প্রত্নতাত্ত্বিকের সম্মিলিত অনুসন্ধানে এ চক পেন্সিলটির সন্ধান মেলে। এটি পাওয়া যায় যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারের একটি প্রাচীন হ্রদের কাছে।
প্রত্নতাত্ত্বিকদের পাওয়া চক পেন্সিলটির দৈর্ঘ্য ২২ মিলিমিটার এবং প্রস্থ ৭ মিলিমিটার। একধরনের লাল গিরিমাটি দিয়ে তৈরি এটি।
মূলত পশুর চামড়ায় রঙিন শিল্পকর্ম আঁকার জন্য এগুলো ব্যবহার হতো। তাছাড়া শিকারের হিসাব রাখার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এর। উত্তর ইউরোপে সভ্যতার বিকাশে এসব চক পেন্সিল একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করেন ইতিহাসবিদরা।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এনএইচটি/এএ