ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

আধ-সেকেন্ডেরও কম সময়ে রুবিক্‌স কিউব সমাধান!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আধ-সেকেন্ডেরও কম সময়ে রুবিক্‌স কিউব সমাধান! আধ-সেকেন্ডেরও কম সময়ে রুবিক্‌স কিউব সমাধান! ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির (এমআইটি) দু’জন শিক্ষার্থী এমন এক রোবট উদ্ভাবন করেছেন যা আধ-সেকেন্ডেরও কম সময়ে রুবিক্‌স কিউব মেলাতে পারে। আনঅফিশিয়ালি এটিই রুবিক্‌স কিউব মেলানোর বিশ্ব রেকর্ড।

এ রোবটটির রুবিক্‌স কিউব সমাধানের একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন উদ্ভাবকদের একজন।  

ভিডিওতে দেখা যায়, রোবটটি চোখের পলক ফেলবারও কম সময়ের মধ্যে রুবিক্‌স কিউবের এলোমেলো রঙগুলো মিলিয়ে ফেলছে।

এতে সময় লাগেছে শূন্য দশমিক ৩৮ সেকেন্ড। অর্থাৎ এক সেকেন্ডেরও ১০০ ভাগের মাত্র ৩৮ ভাগ সময়।

জেনে রাখা ভাল, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতিতে রুবিক্‌স কিউব মেলানোর সময় রোবটের ক্ষেত্রে শূন্য দশমিক ৬৩ সেকেন্ড এবং মানুষের ক্ষেত্রে ৪.৬৯ সেকেন্ড।

দশমিক ৩৮ সেকেন্ডে রুবিক্‌স কিউব মেলাতে পারা রোবটটির মূল উদ্ভাবক এমআইটির জ্যারেড ডি কার্লো ও ক্যাটজ।  

তাদের দাবি, এর চেয়েও দ্রুতগতির রোবট তৈরি তাদের পক্ষে সম্ভব। কিন্তু এধরনের রোবট তৈরি অনেক সময় সাপেক্ষ ব্যাপার হওয়ায়, তা সম্ভব হয়ে উঠছে না।

এমআইটির বায়োমিমিটিক রোবটিক্স ল্যাবে তৈরি এ রোবটটিতে ব্যবহৃত হয়েছে ছয়টি মোটর, ছয়টি মোটর ড্রাইভার এবং প্লে-স্টেশনের দু’টি আই ক্যামেরা।

তড়িৎগতিতে রুবিক্‌স কিউব সমাধানের পদ্ধতিটি ভিডিওতে দেখে প্রায় বোঝাই যায়না বললে চলে। তাই দৃশ্যটি প্রথমে ২৫ শতাংশ এবং পরে ৩ শতাংশ ধীরগতিতে দেখানো হয়েছে। ভিডিওটি এরই মধ্যে দেখেছেন ৩০ লাখেরও বেশি ইউজার।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনএইচটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।