ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

আমাজানে ভিনগ্রহের মানব!

কল্লোল কর্মকার, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, অক্টোবর ২৩, ২০১১
আমাজানে ভিনগ্রহের মানব!

ব্রাজিলের রেইনফরেস্ট থেকে সম্প্রতি তোলা একটি ভিডিওচিত্র ভিনগ্রহের প্রাণী বা অ্যালিয়েনের অস্তিত্বের নতুন প্রমাণ উপস্থাপন করেছে বলে দাবি করা হয়েছে!

দুজন ব্রিটিশ নাগরিকের করা ভিডিও থেকে একটি স্থিরচিত্র উদ্ধার করা হয়েছে। ছবিটিতে দেখতে পাওয়া যায়, অ্যালিয়েনটি আকারে বেশ ছোটো এবং একটি গাছের দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে।



এছাড়া ছবিটির এক পাশে উজ্জ্বল আলো দেখা যায়। মনে করা হচ্ছে, ওই আলোর সঙ্গে অ্যালিয়েনের উপস্থিতির কোনো কারণ থাকতে পারে।

আমাজান বনের মামাউস অঞ্চলে ভ্রমণকালে ওই দুই ব্রিটিশ পর্যটক ভিডিওটি ধারণ করেন। পরে তাদের কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করেন লেখক মাইকেল কোহেন। তবে ভিডিওটি সর্বশেষ হস্তগত করেছে হলিউডের কিছু চলচ্চিত্র প্রযোজক।

এ বিষয়ে মাইকেল তার ব্যক্তিগত ওয়েবসাইট allnewsweb.com এ বলেন, এটা খুবই প্রমাণ্য একটি ভিডিও। একে ভুল প্রমাণ করা কঠিন হবে। ভিডিওটি যে অঞ্চলে করা হয়েছে সে অঞ্চলে এমনিতেই ভিনগ্রহবাসীদের আনাগোনা আছে বলে ধারণা করা হয়। মনে হচ্ছে অ্যালিয়েনরা আমাদের জীববৈচিত্র্য সম্পর্কে আগ্রহী এবং এজন্যেই তারা ওই অঞ্চলটি বেছে নিয়েছে।

তবে যারা ভিনগ্রহবাসীদের নিয়ে একটু হলেও খোঁজখবর রাখেন, তাদের কাছে মাইকেল খুবই পরিচিত নাম। বিভিন্ন সমযে ভিনগ্রহবাসীদের সম্পর্কে উদ্ভট সব চটকদার খবর পরিবেশনে তার জুড়ি নেই।

এদিকে পুরো ঘটনা তদন্তের জন্য ব্রাজিল কর্তৃপক্ষ অপারেশন প্রাতো নামে একটি তদন্ত দল নিয়োজিত করেছে। ঘটনাস্থলে অ্যালিয়েনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে সেখানে সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

পশ্চিমাবিশ্ব বিভিন্ন সময় ‘অ্যালিয়েন তত্ত্ব’ হাজির করলেও এখন পর্যন্ত বিষয়টি প্রমাণিত নয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।