ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘বি’ ইউনিটে ইউনিটে সর্বোচ্চ ৭১০টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৮২ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও (www.jnu.ac.bd) এ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এছাড়াও যে কোনও মোবাইল ফোন থেকে ম্যাসেজের মাধ্যমেও এ ফলাফল জানা যাবে।
এজন্য যে কোনও মোবাইল ফোন থেকে ম্যাসেজ অপশনে গিয়ে Somoy লিখে JNU লিখে একটি Space দিয়ে ইউনিটের নাম (যেমন: ‘B’) লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সামছুন্নাহার বাংলানিউজকে বলেন, ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১