তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার। ১৪ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৫২৬ - মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন।
১৫৬৫ - ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ ‘সেবু’ স্থাপিত হয়।
১৬৬৭ - ব্রিটিশ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রি করেন।
১৯৭২ – অ্যাপোলো-১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
১৯৮৯ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে প্রায় ৫০০ মানুষ নিহত হয়।
জন্ম
১৭৫৯ - মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ব্রিটিশ নারীবাদী লেখিকা।
১৭৯১- স্যামুয়েল মোর্স, মার্কিন উদ্ভাবক। তিনি ১৮৪০ সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ যোগাযোগের জন্য মোর্সকোড তৈরি করেন।
১৮২০ - হার্বার্ট স্পেনসার, ব্রিটিশ দার্শনিক।
১৮২২ - ইউলিসিস এস গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮তম প্রেসিডেন্ট।
মৃত্যু
১৯৬২ - এ কে ফজলুল হক, বাঙালি রাজনীতিবিদ।
১৯৭২ - কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।
১৯৯২ - জাফর ইকবাল, বাংলাদেশের আশির দশকের জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, অভিনেতা ও সঙ্গীতশিল্পী ছিলেন। ১৯৫০ সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে একটি গানের দল গড়ে তোলেন এবং সিনেমায় তার প্রথম প্লে-ব্যাক করা গানটি ছিল ‘পিচ ঢালা পথ’ যা ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি তিনি খুব ভালো গিটার বাজাতেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি নেন। জাফর ইকবালকে বলা হয় বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক। তার অভিনীত প্রথম ছবির নাম ‘আপন পর’। সব মিলিয়ে তিনি প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছেন। বেশিরভাগই ছিল ব্যবসা সফল। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। ব্যক্তিগত জীবনের নানান অনিয়মের কারণে একসময় তার হার্ট ও কিডনি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। ১৯৯২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
২০১৭ - বিনোদ খান্না, ভারতীয় অভিনেতা।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এনএইচটি/এএ