ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি ওয়াল্ট হুইটম্যানের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ৩০, ২০১৮
কবি ওয়াল্ট হুইটম্যানের জন্ম কবি ওয়াল্ট হুইটম্যান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩১ মে ২০১৮, বৃহস্পতিবার। ১৭ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
•    ১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
•    ১৯১০ - দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।
•    ১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
•    ১৯৫২ - ভলগা ডন খালের উদ্বোধন।
•    ১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।

জন্ম
•    ১৮১৯ - ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি। তাকে মুক্তছন্দের জনকও বলা হয়। ১৮১৯ সালের ৩১ মে তার জন্ম। তিনি সাহিত্যে তুরীয়বাদ ও বাস্তবতাবাদের সম্মিলন ঘটিয়েছিলেন। তার রচনা সাহিত্য মহলে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে। কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষকতা এবং আমেরিকান গৃহযুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন। ১৮৯২ সালের ২৬ মার্চ জীবনাবসান ঘটে।  
•    ১৯১৫ - জুডিথ রাইট, অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ।
•    ১৯৬৫ - ব্রোক শিল্ড, মার্কিন অভিনেত্রী ও মডেল।

মৃত্যু
•    ১৮৩২ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।