ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, অক্টোবর ২৭, ২০১১
ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে আলোচনা সভা, নাচ-গানসহ বিভিন্ন পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন (টিএসসি)।



আলোচনা সভায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আগামী দিনে সাংবাদিকতার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মত পেশাগত শিক্ষা, দক্ষতা ও নৈতিক গুণাবলী অর্জনের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।    

উপাচার্য নবীন ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা নির্ভর করছে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতার ওপর। ’

তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।

উপাচার্য সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. গীতি আরা নাসরীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আলোচনা সভার আগে ক্যাম্পাসে বিভাগীয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এই র‌্যালীর নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।