নেহেরু চিল্ড্রেন্স জাদুঘর
কলকাতায় আপনার ছেলেমেয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো নেহেরু চিল্ড্রেন্স জাদুঘর। জাদুঘরটি ১৯৭২ সালে উদ্বোধন হয়।
বিরলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম
জাদুঘরটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত। আপনি যদি ইজ্ঞান-প্রেমী কিংবা বিজ্ঞানের প্রতি একটু কৌতুহলী হয়ে থাকে তাহলে অবশ্যই এ জাদুঘরটি ঘুরে যাবেন।
ইন্ডিয়ান মিউজিয়াম
১৮১৪ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটিকে এশিয়া তথা বিশ্বের সবচেয়ে পুরানো জাদুঘরগুলোড় একটি হিসেবে ধরা হয়।
অক্সফোর্ড বুকস্টোর
এই বুকশপে শিশুদের জন্য রয়েছে আলাদা জায়গা। এছাড়া চা পানের ব্যবস্থা, পড়ার কক্ষ, পদর্শনী আয়োজনের জন্যেও আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে।
বোটানিক্যাল গার্ডেন
এখানে রয়েছে ২৫০ বছরের পুরনো একটি বটগাছ। এই বটগাছটির জন্যই স্থানটি এতো বিখ্যাত। প্রায় দুই শতাব্দীর পুরনো ও বিশাল এই গার্ডেনে একটি সুন্দর পুকুরও রয়েছে।
হাওড়া ব্রিজ
কলকাতার সবচেয়ে সুন্দর ও স্নিগ্ধ একটি ব্রিজ। এটি বড়ছোট সবার জন্য উপভোগ্য একটি জায়গা।
ভিক্টোরিয়া মেমোরিয়াল
এটি একটি অতি পুরনো ও ঐতিহাসিক জায়গা। কেবল বড়রাই নয় শিশুরাও এখানে গেলে উপভোগ করবে।
প্রিন্সেপ ঘাট
এটি সম্ভবত কলকাতার সবচেয়ে পুরনো একটি ভ্রমণকেন্দ্র। বড়দের পাশাপাশি শিশুদের মনেও প্রফুল্লতা এনে দেবে এ স্থানটিতে। এখানে পথেই বিভিন্ন মজার খাবার পাওয়া যায় খুবই লোভনীয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এনএইচটি