ভারতে আশংকাজনকভাবে বাড়ছে আত্মহত্যার হার । সরকারি হিসাবেই বলা হচ্ছে, প্রতি ঘণ্টায় সেখানে ১৫ জন মানুষ আত্মহত্যা করে।
আত্মহত্যার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুরুষদের মধ্যে বেশির ভাগ আত্মহত্যা সংঘটিত হয় অর্থনৈতিক সংকটের কারণে। আর পারিবারিক চাপ এবং যৌতুক দাবি নারীদের আত্মহত্যার মূল কারণ ।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ১২০ কোটি জনসংখ্যার দেশে ভারতে গত বছর অর্থাৎ ২০১০ সালে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ আত্মহত্যা করেছে। ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে প্রতি লাখে আত্মহত্যার হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪ জনে। ২০১০ সালে এই হার ছিল ১০ দশমিক ৯।
২০০৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখানো হয়েছে, আত্মহত্যাপ্রবণ দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৪১তম।
গত কয়েক বছর ধরে ভারতের প্রত্যন্ত কিছু অঞ্চলে ঋণের দায়ে কৃষকদের আত্মহত্যার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে, তবে স্থানীয় সরকারগুলো বরাবরই এই খবর অস্বীকার করে আসছে।