তেমনি বিশ্বকাপ ঘিরে বিভিন্ন প্রান্তের মানুষ বিস্ময়করভাবে ফুটবলও খেলছেন। যেমন থাইল্যান্ডের এক দ্বীপের মানুষ পানিতে ভাসমান মাঠ বানিয়ে ফুটবল খেলেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিন্নরকম ফুটবল খেলা নিয়ে রয়টার্সের তোলা ছবিগুলো দিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য আজকের আয়োজন।
কলকাতার ধূলিময় সরু গলিতে স্কুলশিশুরা রাশিয়া বিশ্বকাপের লোগো বানিয়ে ফুটবল খেলছে। স্কুলশিশুদের একজন ১৩ বছরের পাপন মল্লিক। পাপন একজন মেসিভক্ত। সে বলছে, রাস্তা ফাঁকা থাকলে আর আমাদের কাজ না থাকলে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ি।
ইতালির লরেনজো রিসেততো তার বন্ধুদের নিয়ে বরফঢাকা মাঠেই ফুটবল নিয়ে নেমে পড়েন। তারা ইতালির স্কি রিসোর্ট সিসত্রিয়েরিতে ফুটবল নিয়ে মেতে ওঠেন। ৪৬ বছর বয়সী রিসেততো বলছেন, তিনি মেসিকে অনুকরণ করতে পছন্দ করেন। কিন্তু আমাদের খেলতে হয় স্কি বুট দিয়ে।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এএইচ/এএ