ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, অক্টোবর ৩১, ২০১১
জাবিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৭ ও ২০০৮ সনের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্ব স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ ও সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এবং এমফিল অর্জনকারী গবেষকদের বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার রসায়ন বিভাগের গ্যালারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।



এ সময় উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যামিস্ট্রি এলামনাই ফোরামের’ বৃত্তির পরিমান আরো বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া রসায়ন বিভাগে ‘অধ্যাপক আবদুল আওয়াল মেমোরিয়াল বৃত্তি’ ও ‘মোফাজ্জল হোসেন পোষ্ট-গ্রাজুয়েট বৃত্তি’ চালু করায় তিনি সংশ্লিষ্ট ব্যাক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান।

রসায়ন বিভাগের সভাপতি ও প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যামিস্ট্রি এলামনাই ফোরামের’ বৃত্তি পেয়েছেন ইশতিয়াক হোসেন, সাইফুল ইসলাম খান, হালিমা বেগম, সায়মা খান তুলি, তাহমিদা হক আঁখি, তানিয়া আক্তার।

২০০৭ ও ২০০৮ সনের স্নাতক শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় যথাক্রমে তাহমিদা হক আঁখি ও সায়মা খান তুলি ‘অধ্যাপক আবদুল আওয়াল মেমোরিয়াল বৃত্তি’ পেয়েছেন। বৃত্তির পরিমান ১০ হাজার টাকা।

এমফিল ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ ও গবেষণা কর্মের থিসিস জমা দেওয়ায় ‘মোফাজ্জল হোসেন পোষ্ট-গ্রাজুয়েট বৃত্তি’ অর্জন করেছেন শাকিলা আক্তার। বৃত্তির পরিমান ২০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।