১. রেইনডিয়ার হচ্ছে একমাত্র হরিণ প্রজাতির প্রাণী যাদের নারী-পুরুষ উভয়েরই মাথায় শিং থাকে।
২. কুকুর, বিড়ালসহ বেশিরভাগ প্রাণীই আয়নায় নিজের প্রতিবিম্বকে অন্য প্রাণী ভেবে ভুল করে।
৩. অনেকেই মনে করেন ফ্লেমিংগোর হাঁটুর সংযোগ উল্টো দিকে বাঁকানো। আসলে মানুষ ফ্লেমিংগোর গোড়ালিকে হাঁটু ভেবে ভুল করেন। এই পাখিগুলোর হাঁটু আরও অনেক ওপরে এবং সেটার ফাংকশন অন্য প্রাণীদের মতোই।
৪. পোলার বিয়ার বা মেরু ভালুকদের লোমের রং আসলে সাদা নয়, এগুলো স্বচ্ছ। আর এদের চামড়ার রং কালো।
৫. পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের পাঁচ ভাগের এক ভাগই বাদুড়।
৬. মাটিতে চলাফেরার জন্য ক্যাঙ্গারুরা দুই পা স্বাধীনভাবে নাড়তে পারে না। দুই পা একত্রে ব্যবহার করে লাফিয়ে লাফিয়ে চলে এরা। তবে পানিতে সাঁতরানোর সময় দুই পা স্বাধীনভাবে ব্যবহার করতে দেখা যায় এদের।
৭. জিরাফ দিনে মাত্র এক থেকে দুই ঘণ্টা ঘুমায়।
বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এনএইচটি/এএ