বাংলাদেশের ৪০তম বিজয় দিবস উপলক্ষে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত হতে যাচ্ছে ‘আমরা বিজয় এনেছি’ শিরোনামে একটি স্মারকগ্রন্থ। এটি প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে।
ভাষা আন্দোলনের ফলে অর্জিত বাঙালি জাতীয়তাবাদের যে বিজয় সূচিত হয়েছে ১৯৭১-এর ১৬ ডিসেম্বর, সে-বিজয়কে বিশ্ববাংলায় সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই স্মারকগ্রন্থ প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন লেখক ও চলচ্চিত্রকার ইসমাইল হোসেন এবং সত্তর দশকের অন্যতম প্রধান কবি মাহবুব হাসান।
আনুমানিক ২৫০ পৃষ্ঠার এই স্মারকগ্রন্থে মুক্তিযোদ্ধা-লেখক-স্থপতি-চিত্রকর-চলচ্চিত্রকার-নাট্যনির্মাতা-কুশীলব এবং তরুণ প্রজন্মের যে কেউ বিজয়ের অনুভূতি বিষয়ে লেখা পাঠাতে পারেন। লেখা হতে হবে ১০০০ শব্দের মধ্যে।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে লেখা পাঠাতে হবে [সুতন্বীএমজে-তে কম্পোজ করে]। প্রকাশিত লেখার জন্য সম্মানী দেওয়া হবে।
বিভিন্ন পেশাজীবীদের দৃষ্টিভঙ্গিতে আমাদের মহান বিজয়কে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কীভাবে উদ্ভাসিত করা যায় তার প্রতিফলন থাকবে এই সংকলনে। এই স্মারকটিকে লেখায়-রেখায়-চিত্রে সমৃদ্ধ করার বিষয়ে সকল মহলের কাছে তথ্য ও পরামর্শ চেয়েছেন সম্পাদক-দুজন।
বিস্তারিত তথ্যের জন্য ই-মেইলে, ফোনে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া অফিস : ১৫৪৫ হাইল্যান্ড এভিনিউ, ইউনিট বি, সি, সান বারনারডিনো, ক্যালিফোর্নিয়া- ৯২৪০৪। ফোন : ৯০৯-৫২১-৪২৭৩।
নিউ ইয়র্ক অফিস : ৩৪৭-৫৭৫-১১৪৩।
ই-মেইল: poetmahbub03@yahoo.com, ismailinland@gmail.com, mahboobhasankhan@hotmail.com
বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১১