ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

এই ঈদেও ফ্যাশন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, নভেম্বর ৩, ২০১১
এই ঈদেও ফ্যাশন

শেষ মুহূর্তে ঈদ আয়োজনে ফ্যাশন হাউসগুলোর ব্যস্ততার কমতি নেই। প্রতি দিনই আসছে নতুন নতুন পোশাক।

কোনো কোনো প্রতিষ্ঠান এসব পোশাকের থিম করেছে উৎসবকে কেন্দ্র করে, আবার কেউ করেছে ঋতুকে কেন্দ্র করে।

এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস আর প্রতিষ্ঠান অলংকারসহ নানা সম্ভারে সাজিয়েছে নিজেদের।
   
বার্ডস আই : ঈদকে কেন্দ্র করে ফ্যাশন হাউস বার্ডস আই নিয়ে এসেছে শত শত ডিজাইনের নতুন শর্ট পাঞ্জাবি। নতুন পাঞ্জাবিগুলোতে ব্যবহার করা হয়েছে সময়পোযোগী কাপড় এবং কারচুপি, এপলিক ও নানান ধরনের হাতের কারুকাজ। দেশীয় ডিজাইনের এ পাঞ্জাবিগুলো সারা দেশে খুচরা ও পাইকারি বিক্রয় চলছে।

এছাড়া এই ঈদে বার্ডস আইয়ে পাওয়া যাচ্ছে ছেলেদের জন্য টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া ও শর্ট শার্ট।
ঠিকানা : বার্ডস আই, দোকান নম্বর : ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা-১০০০।
ফোন : ০১৭২০ ৯৯৬৬৬৬, ০১১৯৯ ৮৩১০২১।

মুসলিম কালেকশন : ঈদ উপলক্ষে মুসলিম কালেকশন দেশের তরুণদের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শার্ট। নতুন শার্টের ডিজাইন দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে এ যেন এক নতুন শার্টের রাজ্য। এসব শার্টের ডিজাইন ও রংয়ের ক্ষেত্রে আনা হয়েছে ভিন্নতা। তারুণ্যের চাহিদাকে মাথায় রেখেই এসব শার্টের ডিজাইন করেছেন মুসলিম কালেকশনের নিজস্ব ডিজাইনাররা। ডিজাইন সর্ম্পকে ফ্যাশন ডিজাইনার ও স্বত্বাধিকারী মুসলিম আহম্মদ বলেন, ‘আমরা তরুণদের চাহিদার কথা মাথায় রেখে সব শার্টের ডিজাইন করে থাকি। দেশের তরুণদের মাঝে মুসলিম কালেকশনের শার্ট তাই আলাদা আমেজ তৈরি করেছে। ’
মুসলিম কালেকশনের একমাত্র পাইকারি বিক্রয় কেন্দ্র : ২৭ মাহবুব আলম শপিং কমপ্লেক্স (নিচতলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০। ফোন : ০২-৭৭৬২৬৩৬, ০১৭৩৭৭৩০৩১৩।
ওয়েবসাইট : www.muslimcollectionbd.com

ফ্যামিলি ওয়ার্ল্ড : এই ঈদে ফ্যামিলি ওয়ার্ল্ড নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের জর্জেট, শিফন, ইন্ডিয়ান সিল্ক, ঢাকাই মসলিন, জামদানি, টাঙ্গাইল এবং পাবনার সুতি, এপলিক, হ্যান্ড প্রিন্ট, কারচুপিসহ বিভিন্ন ধরনের শাডি। এ ছাড়া আছে জর্জেট, শিফন, ইন্ডিয়ান কটন, চিনন, পাকিস্তানি কটন, দেশী তাঁতসহ আনস্টিচ ও স্টিচ থ্রি-পিস, লেডিস ফতুয়া, টি-শার্ট, জিন্স প্যান্ট, লেডিস আন্ডার ওয়্যার, রেডিমেড ব্লাউজ, পেটিকোট এবং ওড়না।

মেনস কালেকশনে রয়েছে ফরমাল প্যান্ট, শার্ট, ক্যাজুয়েল শার্ট-প্যান্ট, জিন্স প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি, আন্ডার ওয়্যার ইত্যাদি।

কিডস সেকশনে পাবেন নবজাতকের অতিপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, সব বয়সী বাচ্চাদের প্যান্ট, থ্রি-কোয়ার্টার প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, পার্টি ফ্রক, টপস, স্কার্ট, ডিভাইডার ইত্যাদি। ঠিকানা : ফ্যামিলি ওয়ার্ল্ড ২/৬, মিরপুর রোড, আসাদ গেট, ঢাকা।

ফ্যামিলি ওয়ার্ল্ডে জুয়েলারি সামগ্রী : নারীদের রয়েছে গহনার প্রতি চিরন্তন আকর্ষণ। নিজেদের সৌন্দর্যকে আরো আকর্ষনীয় করে তোলার জন্য যুগ যুগ ধরে নারীরা ব্যবহার করে আসছে গহনা। স্বর্ণের দাম অনেকের নাগালের বাইরে, তাই বলে কি গহনা পরা হবে না?

এই ঈদে ক্রেতাদের নাগালের মধ্যে ফ্যামিলি ওয়ার্ল্ড এনেছে নতুন নতুন ডিজাইনের গোল্ড প্লেটেড গহনা- ইমিটেশন জুয়েলারি।

রূপার ওপর গোল্ড প্লেটেড : দেখতে স্বর্ণের মতই অথচ দামে অনেক সাশ্রয়ী এসব অলংকারের মধে রয়েছে সীতাহার ১০ হাজার ৫০০ থেকে ১৪ হাজার ৫০০ টাকা, গহনা সেট ১ হাজার ২৫০ থেকে ৮ হাজার ৫০০ টাকা, লকেটসহ চেইন ও নেকলেস ৪৫০ টাকা থেকে ২ হাজার টাকা, কানের দূল ১৫০ থেকে ২ হাজার ২৫০ টাকা, আংটি ৬৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা, ব্রেসলেট ৭৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা, পায়েল ৪৫০ টাকা।

ইমিটেশন জুয়েলারি : ইমিটেশন জুয়েলারির মধ্যে রয়েছে গহনা সেট, স্টোন সেট, চুড়ি, আংটি, কানের দুলসহ নানা কিছু। এসবের বিক্রয়মূল্য গহনা ভেদে ৬৫০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।

ফ্যাশন এক্সেসরিজে রয়েছে ছোট্ট সোনামনিদের জন্য হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, চুড়ি, সানগ্লাস ইত্যাদি। এছাড়া ফ্যামিলি ওয়ার্ল্ডে আপনি পাচ্ছেন নিত্যনতুন ডিজাইনের লেডিস পার্স ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।
ঠিকানা : ফ্যামিলি ওয়ার্ল্ড, ২/৬, মিরপুর রোড, আসাদ গেট, ঢাকা-১২০৭।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন : এ ঈদকে কেন্দ্র করে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)-এ ইন্টেরিয়র ডিজাইনিংয়ে স্পেশাল ব্যাচে ভর্তি চলছে। নিজস্ব শিক্ষকমণ্ডলী ও নিজস্ব ক্যাম্পাসে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করা হয় এনআইডিতে।

এ প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পাঠ পরিকল্পনা ও সকল সার্টিফিকেট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স বিভাগের সহযোগিতায়। ইন্টেরিয়র ডিজাইনিং ছাড়াও এনআইডিতে ফ্যাশন ডিজাইনিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইনসহ বেশ কয়েকটি কোর্সে নতুন ব্যাচে ভর্তি চলছে। এনআইডির সিইও ফ্যাশন ডিজাইনার মারুফ চৌধুরী বলেন, ‘কোর্স শেষে বিভিন্ন জায়গায় ইন্টার্নি এবং চাকরি পেতে সহযোগিতা করে থাকে এনআইডি কর্তৃপক্ষ। ’

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: এনআইডি ক্যাম্পাস, ৩৮/১, রোড-২, ধানমণ্ডি রাইফেলস স্কয়ারের সামনে, ঢাকা।
 ফোন : ০১৯২১৬৬৮৯৯৯, ০১৭১৫৭৬৩৯০৮। ওয়েবসাইট : www.nid-info.com

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।