১ সেপ্টেম্বর, ২০১৮, শনিবার। ১৭ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ।
ঘটনা
• ১৯৩৯ - পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে পোল্যান্ড।
• ১৯৬৯ - বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে লিবিয়ায় ক্ষমতায় বসেন কর্নেল মোয়াম্মার গাদ্দাফি।
• ১৯৯১ - সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে উজবেকিস্তান।
• ১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে অক্ষশক্তির সবশেষ যুদ্ধরত জাপানিজ বাহিনী। এর মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু হওয়া এই যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও বিপর্যয়কর সংঘাতের নাম। অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন জার্মানির নাৎসি বাহিনীর আক্রমণে ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশব্যাপী ছড়িয়ে পড়ে এ যুদ্ধ। এতে ৭ কোটির বেশি মানুষ ও সেনাসদস্যের প্রাণহানি ঘটে। ১৯৪৫ সালের ১৪ আগস্ট রণাঙ্গনের লড়াই শেষ হলেও আনুষ্ঠানিকতা হয় ১ সেপ্টেম্বরেই (যা যুক্তরাষ্ট্র সময় ২ সেপ্টেম্বর)।
জন্ম
• ১৮৫৬- সার্গেই উইনোগার্ডস্কি, রুশ অণুজীব বিজ্ঞানী।
• ১৯৩৫ - মুস্তাফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।
• ১৯৬২ - কফিল আহমেদ, বাংলাদেশি কবি, গায়ক এবং চিত্রশিল্পী।
• ১৯৭১ - হাকান শুকুর, তুর্কি ফুটবলার।
মৃত্যু
• ১১৫৯ - পোপ চতুর্থ অ্যাড্রেইন।
• ১৫৫৭ - জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিষ্কারক বলা হয়।
• ১৬৪৮ - মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
• ১৬৮৭ - হেনরি মুর, ব্রিটিশ দার্শনিক।
• ১৭১৫ - চতুর্দশ লুইস, ফ্রান্সের রাজা।
• ১৯৩০ - জীবন ঘোষাল, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি শহীদ বিপ্লবী।
• ১৯৮২ - হার্সেল কুরি, মার্কিন গনিতবিদ।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনএইচটি/এইচএ/