৪ সেপ্টেম্বর, ২০১৭, মঙ্গলবার। ২০ ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ।
ঘটনা
৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান।
১৮৮২- মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্হা আবিষ্কার করেন।
১৮৮৫- নিউইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।
১৮৮৮- জজ ইস্টমান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।
১৯৩০- লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়েক দ্বীপের জাপানি সৈন্যরা আত্মসমর্পণ করে।
১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা। ইসরায়েলি অ্যাথলেটদের ফিলিস্তিনি সন্ত্রাসীরা জিম্মি করে এবং হত্যা করে।
জন্ম
১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী।
১৫৬৩ - ওয়াংলি, চীন সম্রাট।
১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।
১৮৯০ - এস ওয়াজেদ আলি, বাঙালি সাহিত্যিক। ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্ম। একজন উদার ও প্রগতিশীল ব্যক্তিত্ব ছিলেন। মননশীল চেতনা, ইতিহাস ও নীতিজ্ঞান এবং সত্য ও সুন্দরের মহিমায় তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। তার স্বপ্ন ছিল বাঙালি জাতীয়তাবাদ ও ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। লেখক হিসেবে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণকাহিনী রচনায় তিনি খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে: প্রবন্ধ জীবনের শিল্প (১৯৪১), প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩), ভবিষ্যতের বাঙালী (১৯৪৩), আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯), মুসলিম সংস্কৃতির আদর্শ; গল্প গুলদাস্তা (১৯২৭), মাশুকের দরবার (১৯৩০), বাদশাহী গল্প (১৯৪৪), গল্পের মজলিশ (১৯৪৪); উপন্যাস গ্রানাডার শেষ বীর (১৯৪০); ভ্রমণকাহিনী পশ্চিম ভারত (১৯৪৮), মোটর যোগে রাঁচী সফর (১৯৪৯) প্রভৃতি।
১৯০৮ - ম্যাক্স ডেলব্রুক, জার্মান জীব বিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২৭ - জন ম্যাক্কার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৪ - ক্লিভ গ্রাঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ।
মৃত্যু
২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলিয়ান প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব।
২০১১ - অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।
২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, ভারতীয় বাঙালি লেখক।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এনএইচটি/এএ