লিডারস্ ফর নেশন এর উদ্দ্যোগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল রিয়ালিটিস্ অফ জব মার্কেট শীর্ষক সেমিনার।
গত ১ নভেম্বর অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভাইস প্রেসিডেন্ট ড. তোফাজ্জল হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
সেমিনারে প্রধান বক্তা জনাব জি. সুমদানী ডন, কনজ্যুমার এঙ্গেজমেন্ট স্পেশালিষ্ট অফ ফিলিপ মরিস ইণ্টারন্যাশনাল উপস্থিত শিক্ষার্থীদের বর্তমান সময়ে চাকরির ক্ষেত্রে অবস্থা তুলে ধরে বলেন, `ভাল চাকরি পেতে ভাল রেজাল্টের সাথে অন্যান্য গুণাবলির প্রয়োজনীয়তা অনেক। ` এছাড়াও তিনি শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরে চাকরি পেতে যে সব বিষয়ে জানা উচিত সেগুলো তুলে ধরেন।
সেমিনারে লিডারস্ ফর নেশনের প্রেসিডেন্ট তানজিনা আক্তার, উপদেষ্টা ড. আওরঙ্গজেব এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সেমিনারের আয়োজন সম্পর্কে জানতে চাইলে লিডারস ফর নেশনের প্রতিষ্ঠাতা তানভির রহমান বলেন ‘ আমাদের সামাজিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের সবচেয়ে যে বিষয়ে জানা উচিত সেগুলো তাদের জানাতেই এই সেমিনারে আয়োজন করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১