ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

হাসি-আনন্দ আর স্মৃতিভরা ঈদ পুনর্মিলনী

সমীর চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, নভেম্বর ৯, ২০১১
হাসি-আনন্দ আর স্মৃতিভরা ঈদ পুনর্মিলনী

‘কলেজ জীবনে শিক্ষার্থীদের মন থাকে অত্যন্ত কোমল। এ সময়ের প্রেম মনে দাগ কাটে সারা জীবনের জন্য।

তাই কলেজ জীবনই প্রেম করার উৎকৃষ্ট সময়। তাছাড়া ওই সময়ের প্রেম পরবর্তী সময়ে প্রেরণাও জোগায়। ’ কিন্তু দ্বিতীয় বক্তা বললেন এ সময়ের প্রেমের ভয়ঙ্কর রূপের কথা। আর তৃতীয় বক্তা সাফ জানিয়ে দিলেন প্রেম করতে হলে আগে বিয়ে করতে হবে। কারণ প্রেম ভাগ করে দিয়ে দেওয়ার জিনিস নয়।

হাস্যরস আর যুক্তি-তর্কে আধঘণ্টা হলভর্তি দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখল রম্য টক শো ‘কলেজ জীবনই প্রেমের উৎকৃষ্ট সময়’। তাছাড়া গান, কবিতা পাঠ, কৌতুক আর হাস্যরস তো ছিলই। সকাল থেকে নানা আয়োজনে মেতে থাকেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

এভাবেই ৯ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হলো আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ২০০৬ সালের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। আলোচনা সভার মধ্যমণি ছিলেন কলেজের প্রভাষক হুমায়ন কবীর মোল্লা, কামাল উদ্দিন ও আমান উল্লা আমান। তারা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যের সময় অনেক শিক্ষক-শিক্ষার্থী স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআল্পুত হয়ে পড়েন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আল মনসুর, সুজন সাহা, নাজমুন নাহার চৈতি, সাথী প্রমুখ। সন্ধ্যায় ফ্যাশন শোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওই সময়ের শিক্ষার্থী বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সমীর চক্রবর্তী ও সুমন আহমেদ খান।

শিক্ষার্থী সাব্বির শিপন ও রিগান আকন্দ বলেন, অনেক দিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার পাশাপাশি বিভিন্ন স্থানে থাকা বন্ধুদের এক সাথে পেয়ে ঈদের আনন্দ আরো কয়েক গুণ বেড়ে গেল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।