ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জন লেননের দাঁত বলে কথা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, নভেম্বর ৯, ২০১১
জন লেননের দাঁত বলে কথা!

সোনার দাঁতও নয়, হাতির দাঁতও নয়। বরং এক্কেবারেই মানুষের সাধারণ একটা দাঁত।

আর এমনই একটা দাঁতের দাম কিনা ১ বা ২ হাজার নয়, ৩১ হাজার মার্কিন ডলার! ভাবতেই কেমন যেন লাগছে না? কিন্তু খুব বেশি ভাবাভাবির কিছু নেই, যখন আমরা জেনে যাই এ কোনো যেনতেন মানুষের দাঁত নয়। এটি একসময় দুনিয়া কাপানো গায়ক জন লেননের দাঁত।
 

লেনন তার পড়ে যাওয়া দাঁতটি নিজের জঞ্জাল দূর করার জন্যই হোক আর তার ভক্তকে ভালোবেসেই হোক দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই  ফেলে দেওয়া দাঁতটিই যে সোনা ফলাবে তা কি আর বুঝতে পেরেছিলেন ওই ভক্ত! আর লেননও কি জানতেন এটা!

কিন্তু জন লেননের দাঁত বলে কথা। গত শনিবার ওমেগা নিলামঘরে ওই দাঁতটির দাম উঠল ৩১ হাজার ২০০ মার্কিন ডলার। লেননের এই দাঁতটি নিলাম থেকে সংগ্রহ করে নিলেন মিচেল জুক নামের এক কানাডিয়ান ডেন্টিস্ট। তবে ওই নিলামের পরে এখন পর্যন্ত মুখ খোলেননি জুক।

ওয়েব্রিজে থাকার সময়ে লেনন তাঁর এই দাঁতটি তারই গৃহপরিচারিকা ডরোথি জারলেটকে দিয়েছিলেন। ডরোথির সন্তান ব্যারি জারলেট জানান, ‘ডরোথি ১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত লেননের গৃহপরিচারিকা ছিলেন। লেননের সঙ্গে তার সম্পর্কও ছিল বেশ ভালো। ’

ব্যারি আরও বলেন, ‘তার (ডরোথি) সঙ্গে লেননের সম্পর্ক বেশ ভালো ছিল। মা একদিন রান্নাঘরে কাজ করছিলেন। তখন লেনন তার একটি দাঁত এনে মাকে দিলেন আমার বোনকে দেওয়ার জন্য। যাতে আমার বোন ওই দাঁতটিকে স্যুভিনির হিসেবে রাখে। কারণ আমার বোন লেননের খুব বড় ভক্ত ছিলো। এরপর থেকেই এই দাঁতটি আমাদের পরিবারের অংশ হয়ে টিকে রইলো। ’

মাত্র দুই বছর ছাড়া পুরো চল্লিশ বছরই দাঁতটি ছিল কানাডায়। ডরোথি জারেলেটের মেয়ের বিয়ে হয়ে গেলে দাঁতটি নিয়ে তারা কানাডা চলে যায়। ডরোথি জারলেট এখনো বেঁচে আছেন। তার বয়স এখন ৯০ বছর।

বাংলাদেশ স্থানীয় সময় ২২০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।