ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

আইইই বাংলাদেশ শাখার মিলন মেলা

তাওহীদ হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, নভেম্বর ১০, ২০১১
আইইই বাংলাদেশ শাখার মিলন মেলা

‘ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’ সংক্ষেপে ‘আইইই’ তড়িৎ প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক সংগঠন। পৃথিবীর সকল দেশের তড়িৎ কৌশল প্রকৌশলীদের সর্ববৃহৎ সংগঠন এটি।

এ সংগঠনের বাংলাদেশ শাখা ২৭ অক্টোবর আয়োজন করে একটি বার্ষিক ভোজ ও সনদ প্রদান অনুষ্ঠান। বুয়েটের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে হয় এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম নজরুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য ও আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএমএম শফিউল্লাহ, আইইই-এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম খান, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আয়নাল হক। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের শেষে শুরু হয় র‌্যাফেল  ড্র।

অনুষ্ঠানে আইইই-এর বাংলাদেশ শাখার অধীনে থাকা আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. শহীদুল ইসলাম খানের হাত ধরে আইইই বাংলাদেশ শাখা ১৯৯৩ সালে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে সদস্য সংখ্যা ছিল মাত্র ৫৩ জন। বর্তমানে ১৮ বছরের মাথায় আইইই বাংলাদেশ ১০টি শাখা, ১৮০ জনের অধিক সদস্য ও ৫০০ জনের বেশি শিক্ষার্থী সদস্যপদ লাভ করেছে। শুধু তাই নয়, বিশ্বের কাছে আইইই বাংলাদেশ শাখা বেশ সক্রিয় হিসেবেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।