নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপন করা হচ্ছে বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী ও ‘বিষাদসিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের দুই দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব।
লেখকের জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও গ্রামীণ মেলা।
১৩ নভেম্বর রোববার সন্ধ্যায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় আয়োজিত দু দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক বনমালী ভৌমিক। সন্ধ্যায় জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান অ্যাড. নিজামূল হক চন্নু, চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মীরের জীবনদর্শন, সাহিত্য ও রচনাবলীর ওপর বিশ্লেষণমূলক আলোচনা করেন লেখক ও কলামিস্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু এবং পোড়াদহ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন।
মীরের জন্মোৎসবকে ঘিরে মীরের বস্তুভিটায় বসেছে গ্রামীণ মেলা। মেলায় স্থান পেয়েছে হরেক রকমের পসরা। আগত হাজার হাজার দর্শনার্থী গ্রামীণ মেলাটি উপভোগ করছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১