মানুষের শখ ও খেয়ালের শেষ নেই। অনেকেই আছেন যাদের আজব খেয়াল থাকে এবং তারা অদ্ভুতুড়ে সব কাজ-কাজবার করে চমক সৃষ্টি করতে ভালোবাসেন।
রবার্টস দাবি করেছেন, তার এই চিকেন হোটেলটি পাঁচতারা সমমানের এবং মোরগ-মুরগিদের জন্য রয়েছে বিলাসবহুল বিছানার ব্যবস্হা।
মজার ব্যাপার হলো, অবসর কাটাতে যাওয়ার সময় অনেকেই তাদের পোষা মোরগ-মুরগিদের এই হোটেলে রেখে যাচ্ছেন। কারণ এখানে রেখে গেলে তাদের থাকা-খাওয়াসহ যত্নআত্তি নিয়ে মালিকদের কোনরকম দুশ্চিন্তা করতে হয় না। ডিসেম্বর মাসে এই হোটেল পুরোপুরি বুক করা থাকে।
এবার দেখা যাক মোরগ-মুরগিদের পাঁচতারা এ হোটেলটিতে কী কী সেবা পাওয়া যায় :
- মোরগ-মুরগিদের থাকা ও খাওয়ার সুব্যবস্হা।
- প্রতিটি ঘরে আটটি করে মোরগ-মুরগি থাকার ব্যবস্হা।
- এক রাত থাকার ভাড়া শুরু ২ পাউন্ড থেকে।
- খাবারের জন্য প্রতিদিন খরচ ৭৫ পেনি।
- তবে অফার চলাকালে কেবল থাকার খরচে বুফে নাশতা, লাঞ্চ ও ডিনার ফ্রি।
- এখানকার অতিথি (মানে মোরগ-মুরগিরা) হোটেল গ্রাউন্ডে কেবল দিনের বেলায় বিচরণ করতে পারবে। কিন্তু রাতে নয়।
বাংলাদেশ স্থানীয় সময় ২২২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১