ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্ব ডায়াবেটিক দিবসে স্বাস্থ্যমেলা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, নভেম্বর ১৪, ২০১১
বিশ্ব ডায়াবেটিক দিবসে স্বাস্থ্যমেলা

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং ডায়াবেটিক ওয়েল বিয়িং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যমেলা। ‘বিশ্বে প্রতি ৮ সেকেন্ডে ডায়াবেটিক রোগের কারণে একজন করে মারা যাচ্ছে।

তাই ডায়াবেটিক প্রতিরোধের এখনই সময়। ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ নভেম্বর স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়।

এই স্বাস্থ্যমেলায় ১০০০ জনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের পথর্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনলাইন কুইজ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ও আইজি এএসএম সাহজাহান, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ডিরেক্টর এবং প্রেসিডেন্ট ড. ফরাস উদ্দিন, এম.এম. খান, কালের কন্ঠর ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলন, অভিনেতা ফেরদৌস ও ফারদিন, প্রাক্তন ক্রিকেট খেলোয়ার রকিবুল হাসান, ডায়াবেটিক ওয়েল বিয়িং ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. ফারুক পাঠান ও ডিরেক্টর সেগুফতা দিলশাদ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাপান বাংলাদেশ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডা. জোনাইদ শফিক এবং ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. সরদার এ. নাঈম। প্রেস বিজ্ঞপ্তি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।