ঋতু বদলে সঙ্গে সঙ্গে বদলে যায় চারপাশের পরিবেশ। গাছ থেকে কখনো পাতা ঝরে যায়।
ঋতু বদলের এই ছবির মত অর্ধশতাধিক ছবি নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। ‘সুন্দর অসুন্দর’ শ্লোগানে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক রাজীবুল হাসান ও শামস বিন কাদের।
‘ইন্ট্রোডাকশান টু ফটোগ্রাফি’ কোর্সের আওতায় বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সাংবাদিকতার অংশ হিসেবে আমরা এই কোর্সে অংশ নিয়েছি। এই কোর্সের মাধ্যমে আমরা আলোকচিত্র সংগ্রহের বিভিন্ন কৌশল সম্পর্কে শিখছি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১