ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

দার্শনিক সিমন দ্য বোভোয়ারের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
দার্শনিক সিমন দ্য বোভোয়ারের প্রয়াণ দার্শনিক সিমন দ্য বোভোয়ার

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ এপ্রিল ২০১৯, রোববার। পহেলা বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬৫৯- দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশিকোহর মধ্যে তুমুল যুদ্ধ শুরু।
১৮৯০- প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪- বোম্বের (বর্তমানে মুম্বাই) ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ ভর্তি জাহাজে বিস্ফোরণ, ১২ শতাধিক লোকের মৃত্যু।
১৯৬১- কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু।
১৯৭৫- বাংলাদেশে মাওলানা ভাসানীর নেতৃত্বে ছয় দলীয় জোট গঠন।
১৯৮৬- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।
১৯৮৮- আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে।

জন্ম
১৮৮৯- ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড জোসেফ টয়েনবি।
১৮৯১- ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ এবং দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ভীমরাও রামজি আম্বেডকর।
১৯০৭- ভারতের কিংবদন্তি কমিউনিস্ট নেতা পিসি যোশী।

মৃত্যু
১৯৩০- রুশ বিপ্লবী কবি ভ্লাদিমির মায়াকোভস্কি।
১৯৮৬- ফরাসি লেখক, নারীবাদী, বুদ্ধিজীবী, রাজনৈতিককর্মী, সমাজতত্ত্ববাদী, অস্তিত্ববাদী দার্শনিক সিমন দ্য বোভোয়ার।

১৯০৮ সালের ০৯ জানুয়ারি প্যারিসে জন্মগ্রহণ করেন তিনি। সবচেয়ে বেশি পরিচিত তিনি ‘শি কেইম টু স্টে’ এবং ‘দ্য ম্যান্ডারিন্স’ উপন্যাসের জন্য। ১৯৪৯ সালে তার লেখা ‘ল্য দোজিয়েম সেক্স’ প্রবন্ধগ্রন্থে নারীর ওপর নিপীড়নের বিশ্লেষণ করা হয়েছে এবং এটিকে নারীবাদের একটি অন্যতম ভিত্তিগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। তার আরেকটি বিখ্যাত গ্রন্থ ‘লা দ্যাজিয়েম সেক্স’ (দি সেকেন্ড সেক্স) গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তার একটি বিখ্যাত উক্তি- ‘কেউ নারী হয়ে জন্মায় না, বরং কেউ হয়ে উঠে’।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
টিএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।