ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ফিচার

জাবিতে নবান্ন উৎসব

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, নভেম্বর ২৯, ২০১১
জাবিতে নবান্ন উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শুরু হয়েছে নবান্ন উৎসব। নবান্ন উৎসব উপলক্ষে মঙ্গলবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মহুয়া তলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

এ সময় তিনি বলেন, ‘নবান্ন আবহমান বাংলার সর্বজনীন উৎসব। অগ্রহায়ণে ধান কাটার পর অবসরে গ্রাম বাংলার জনসাধারণ পিঠাপুলি, মুড়ি খাবারের আয়োজন করে। নিমন্ত্রণ জানায় আত্মীয়-স্বজনদের। তাই নবান্ন বাঙালির নতুন ধানের প্রাণের উৎসব হিসেবে ঐতিহ্য বহন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. খালেদ হোসাইন। উৎসবে বিকেলে অতিথিদের খেতে দেওয়া হয় পিঠাপুলি।

সন্ধ্যায় বাংলা বিভাগের ছাত্র-শিক্ষকদের পরিবেশনায় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া বাংলা বিভাগ হতে ‘নবান্ন’ নামে একটি পত্রিকা প্রকাশ হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।