১৯৭১ সালের মার্চ মাসকে বলা হয় উত্তাল মাস। এ মাসেই স্বাধীনতার ঘোষণা আসে।
বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্ম ১৯৭১ সালের তৎকালীন পত্রিকার সংবাদগুলো সম্পর্কে খুব কমই জানে। বর্তমান প্রজন্মকে ইতিহাস জানানোর জন্যই আগামী ১ ডিসেম্বর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) স্বাধীনতার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ‘ফিরে দেখা ৭১’। ১৯৭১ - এ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে দেশ-বিদেশের তৎকালীন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে হবে এই প্রদর্শনী।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ওমর রহমান।
প্রধান আয়োজক স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার জানিয়েছেন, প্রদর্শনী ১লা ডিসেম্বর থেকে শুরু করে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সেই সঙ্গে সবার জন্যে প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠান সূচি:
তারিখ: ১ ডিসেম্বর, ২০১১
উদ্বোধনী পর্ব: লেকচার গ্যালারি- ৫০০২ নং কক্ষ (লেভেল-৪)
সময়: সকাল ১১ টা
প্রদশর্নী: ফ্রেমস গ্যালারি, এসইসিএস, আইইউবি
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১