ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নির্মলেন্দু গুণের জন্ম, রুদ্রের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৯
নির্মলেন্দু গুণের জন্ম, রুদ্রের প্রয়াণ রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ ও নির্মলেন্দু গুণ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়; যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ। 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ২১ জুন, ২০১৯, শুক্রবার। ০৮ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ১৬ শাওয়াল, ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
১৭৮৮- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়।
১৮৬২- অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ব্যারিস্টারি পাস করেন।  
১৮৯৮- যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।
১৯১৬- তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।
১৯৩৫- প্যারিসে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৭০- ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ জয় ও ওই কাপের স্থায়ী অধিকার লাভ।
১৯৭৬- ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন। তাই দিনটি বিশ্ব সঙ্গীত দিবস হিসেবেও পালিত হয়ে আসছে।  
১৯৭৭- পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৮১- ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র.) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।
১৯৯০- ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত হয়।
১৯৯৪- পশ্চিমা বিশ্বের শর্ত মেনে নিয়ে ন্যাটোয় যোগ দেয় রাশিয়া।
২০০২- বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। তৎকালীন সংদের স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হন।
২০০৪- মহাশূন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।

জন্ম
১৮৫৬- ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯০৫- জঁ-পল সার্ত্র্, ফরাসি অসিত্ত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
১৯৪৫- নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।
১৯৫৩- বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

মৃত্যু
১০৩৭- কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে সিনা (৬৩ বছর)।
১৮৫২- কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ফ্রিডরিখ ফ্রোয়েবল।
১৯৭০- ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্থপতি ডক্টর আহমদ সুকর্ণ।
১৯৯১- কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।