স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ - এ শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভর্তি মেলা। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়সহ পাবে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও পরামর্শের সুযোগ।
৭ ডিসেম্বর ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী ‘ভর্তি মেলা ২০১১’-এর উদ্বোধন করবেন।
মেলার প্রথম দিন দুপুর ৩টায় ফার্মেসি বিভাগের উদ্যোগে থাকবে সেমিনার, দ্বিতীয় দিন থাকবে আইন বিভাগের উদ্যোগে সেমিনার এবং মেলার শেষ দিন ৯ ডিসেম্বর থাকবে বিজনেস স্ট্যাডিজ উদ্যোগে সেমিনার।
মেলা চলবে ৭-৯ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মেলা চলাকালীন প্রতিদিনই থাকবে সেমিনার ও অন্যান্য আয়োজন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১১