দেশের সবচেয়ে বড় ব্লাড গ্রুপ ডিরেক্টরি তৈরির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন ‘লিডার্স ফর নেশন’।
যথাসময়ে প্রয়োজনীয় গ্রুপের রক্ত সরবরাহ করার লক্ষ্য নিয়ে ‘লিডার্স ফর নেশন’ এর এই উদ্যোগ।
উদ্যোগ সম্পর্কে লিডার্স ফর নেশনের পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় আজকাল অনেকে আহত হয়ে হাসপাতালে প্রয়োজনীয় গ্রুপের রক্ত পাচ্ছেন না। অনেক সময় হাসপাতালও পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ করতে সক্ষম হয় না। বর্তমান সময়ে ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না। এই দূর্ভোগ নিরসনে এলাকা ভিত্তিক এবং প্রতিষ্ঠান ভিত্তিক ব্লাড গ্রুপ ডিরেক্টরি বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
‘লিডার্স ফর নেশন’ এর ব্লাড গ্রুপ ডিরেক্টরিতে দেশের প্রায় সব প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের রক্তদানে ইচ্ছুক কর্মচারী ও শিক্ষার্থীদের নাম, ব্লাড গ্রুপ, ঠিকানা, এলাকা, মোবাইল নম্বর ও ইমেইল উল্লেখ থাকবে। প্রত্যেক প্রতিষ্ঠান ও ‘লিডার্স ফর নেশন’ এর কাছে ডিরেক্টরির কপি জমা থাকবে। জরুরী সময়ে যে কেউ এই ডিরেক্টরি থেকে উক্ত এলাকায় রক্তদানে সক্ষম ব্যক্তিদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১১