ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

চবিতে র‌্যাগ ডে

মাহবুব আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, ডিসেম্বর ১০, ২০১১
চবিতে র‌্যাগ ডে

বন্ধুদের কেউ দুষ্টুমির ছলে রঙ দিয়ে রাঙিয়ে দিচ্ছে অন্য বন্ধুর মুখ, টি-শার্টে লিখছে নিজেদের নাম, মনের না বলা কথা। কেউ আবার ব্যস্ত স্মরণীয় এসব দৃশ্য ক্যামেরাবন্দি করতে।



অন্যদিকে একদল গান গাইছে, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ কিংবা ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি’।  

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনামী গার্ডেনে গিয়ে চোখে পড়ল এ উৎসবের দৃশ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের ‘র‌্যাগ ডে’।

সকাল ১০টায় বিভাগ চত্ত্বরে র‌্যাগ ডে’র সূচনা করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ ন ম মুনীর আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মো: জহিরুল কাইয়ুম, আক্কাছ আহমদ, বখতেয়ার উদ্দিন।

এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনের নানান স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন।   এরপর সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে কলা ও মানববিদ্যা অনুষদ ভবন পর্যন্ত আনন্দ মিছিল করেন তারা।

জুয়েল নিজের প্রতিক্রিয়ায় বাংলানিউজকে বলেন, ‘বন্ধুদের টানেই ‘র‌্যাগ ডে’ তে  এসেছি! সবাই মিলে খুব মজা করেছি। না এলে খুবই মিস করতাম। ’

এমনই অনুভূতি প্রকাশ করলেন ওমর ফারুক, সুমন মামুন এবং রাহাত হোসেন হিমেল।

বিভাগের ছাত্রী সুমা নূর জানান, ‘ক্লাস শেষ! অনেকেই অনেকের কাছ থেকে আলাদা হয়ে গেলেও সবার সঙ্গে যাতে সবার সুসম্পর্ক এবং স্মরণীয় করে রাখতেই এ আয়োজন।

আরেক ছাত্রী উম্মে হাবিবা জানান, ‘টানা চার বছর একসঙ্গে একটা পরিবারের মতোই ছিলাম আমরা। চলে যেতে হবে ভেবে খারাপ লাগছে। ’

অনুষ্ঠানে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মুজিব রানা বলেন, ‘কোনো কাজ না থাকলেও কয়েক বন্ধু মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিতাম। এই বসে থাকার মধ্যে কী যে মধুর ছিল, বলে বোঝানো সম্ভব নয়। ’

সবশেষে এমন স্মৃতি কথনের মধ্য দিয়ে শেষ হয় `র‌্যাগ ডে’র আয়োজন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।