বরগুনা: মানুষ, মানুষকে ভালোবাসে। আবার কখনও মানুষই মানুষকে পরিহার করে।
বানর এবং কুকুর ছানার মালিক জাকির হোসেন বাংলানিউজকে জানান, তিনি পেশায় একজন ট্রাকচালক। তার বাড়ি পশ্চিম বরগুনায়। তিনি দু’মাস আগে বরগুনা সদর উপজেলার নলী গ্রামের একটি বাড়ি থেকে এ বানরটিকে পোষার জন্য নিয়ে আসেন। বানরটিকে বাড়িতে নিয়ে আসার দু’দিন পরেই তার বাড়ির পাশে একটি কুকুর ছানাকে পড়ে থাকতে দেখেন। কুকুর ছানাটিকে জাকির তার বাড়ির ভেতরে নিয়ে আসলে বানরটি কুকুর ছানাটিকে কোলে তুলে নেয়। সেই থেকে গত দু’মাস ধরে বানরটি আদর-ভালবাসা দিয়ে কুকুর ছানাটিকে লালন-পালন করে আসছে।
আমরা শ্রেণিকরণের সুবিধার্থে কিংবা অধঃস্থন প্রাণী হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করে এদের বলি ‘ইতর প্রাণি!’ কিন্তু এ ধরনের দৃশ্য আমাদের ভাবনার জগতকে একটু তো নাড়িয়ে দেয়ই!
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১১