অতি মূল্যবান অলঙ্কার হিসেবে হীরার কদর দেশে দেশে। দরিদ্র মানুষের কাছে ‘হীরা’ দিবাস্বপ্নের মতোই।
বিভিন্ন সময়ে বিচিত্র রঙের ও দামের হীরা মানুষকে বিষ্মিত করলেও সম্প্রতি যে হীরার খবর বেরিয়েছে তা এ ধরনের রত্নে বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। জেনেভোর সোথবি নিলাম কন্দ্রে সূত্রে জানা গেছে, বিশ্বেরে বৃহত্তম হলুদ রঙের এ হীরাটি বিক্রি হয়েছে ১২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে। হলুদ হীরার দাম হিসেবে এটি একটি নয়া রেকর্ড।
সিআরআই অনলাইন জানায়, বিশ্বের বৃহত্তম হলদে রঙের এ হীরারিটর আকার নাশপাতরি মতো। সমঝদারদের কাছে সূর্যপাত বা সূর্যের-কান্না নামে খ্যাতি রয়ছে এর।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১