ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বের বৃহত্তম হলদে হীরা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, ডিসেম্বর ১৫, ২০১১
বিশ্বের বৃহত্তম হলদে হীরা

অতি মূল্যবান অলঙ্কার হিসেবে হীরার কদর দেশে দেশে। দরিদ্র মানুষের কাছে ‘হীরা’ দিবাস্বপ্নের মতোই।

তবে সাধারণ থেকে বিত্তশালী সব শ্রেণির নারীদের বহুল আকাংখিত একটি বিষয় হীরার অলঙ্কার। বড় মাপের সেলিব্রেটি বা বিত্তবান ঘরের নারীদের বি সময়ে সামাজিক অনুষ্ঠানদিতে মাহমূল্যবান অলঙ্কারে রূপ আর হীরা- দু’টোর দ্যুতিই ছড়াতে দেখা যায়।

বিভিন্ন সময়ে বিচিত্র রঙের ও দামের হীরা মানুষকে বিষ্মিত করলেও সম্প্রতি যে হীরার খবর বেরিয়েছে তা এ ধরনের রত্নে বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। জেনেভোর সোথবি নিলাম কন্দ্রে সূত্রে জানা গেছে, বিশ্বেরে বৃহত্তম হলুদ রঙের এ হীরাটি বিক্রি হয়েছে ১২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে। হলুদ হীরার দাম হিসেবে এটি একটি নয়া রেকর্ড।  

সিআরআই অনলাইন জানায়, বিশ্বের বৃহত্তম হলদে রঙের এ হীরারিটর আকার নাশপাতরি মতো। সমঝদারদের কাছে সূর্যপাত বা সূর্যের-কান্না নামে খ্যাতি রয়ছে এর।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।