বাংলাদেশ পালন করছে বিজয়ের চল্লিশ বছর। এমন উৎসবের আগে বাংলানিউজের মুখোমুখি হয়েছেন নারী মুক্তিযোদ্ধা উর্মিলা রাণী।
উর্মিলা রাণী বলেন, ‘দেশকে স্বাধীন করা এবং দেশকে রক্ষা করা এক কথা নয় । প্রকৃতভাবে দেশকে যারা স্বাধীন করেছিলেন তাদের অনেকেই আমরা এখন সুখে নেই । ৪০ বছর অতিবাহিত হলেও দেশ তার অভিষ্ঠ লক্ষে পৌঁছতে পারেনি । সামান্য প্রাপ্তি টুকুও দিতে পারেনি দেশ আমাদের দিতে পারেনি । দেশ আজ ভাগাভাগিতে লিপ্ত। অসুস্থ রাজনীতি গ্রাস করছে আমার দেশকে । এখান থেকে রাজনীতিবীদদের বেরিয়ে আসতে হবে। ’
তিনি বলেন, অনেকে মনে করেন দেশ গঠনে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের অবদান রাখতে হবে। তবে আমি মনে করি এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে দেশের তরুণ প্রজম্মকে । জাগিয়ে তুলতে হবে দেশত্ববোধ। বর্তমান প্রজন্ম ছাড়া দেশ গঠন সম্ভব নয়। আর এ স্বাধীনতা রক্ষা করবে নতুন প্রজন্ম। আমরা তো স্বাধীনতা দিয়ে গেলাম। এবার তোমরা স্বাধীনতা রক্ষা করো।
উর্মিলা রাণী বাংলাদেশকে সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে দেখতে চান। সেই সঙ্গে দেশ রক্ষায় নাগরিক অধিকার নিশ্চিত করতে দেশে তৈরি করতে হবে। একদিন সুস্থ রাজনীতির চর্চা বাংলাদেশে শুরু হবে; এমনটা আশা করেন।
সবশেষে তিনি বলেন, ‘মানুষের মাঝে কোন বিভেদ না করে দেশের সব মানুষকেই জন শক্তিতে রূপান্তরিত করতে হবে । ’
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১