ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ফ্রেমে ফ্রেমে ইউল্যাবিয়ান

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ডিসেম্বর ২০, ২০১১
ফ্রেমে ফ্রেমে ইউল্যাবিয়ান

কত বিচিত্রই না আমাদের জীবন। একজনের সঙ্গে আরেকজনের রয়েছে হাজারো পার্থক্য।

পছন্দের তালিকাও ভিন্ন। কেউ কেউ নিজেকেই ছাড়িয়ে যেতে চায় প্রতিদিন। জীবনের এই নানা রঙয়ের স্বপ্নগুলো ফ্রেমে ফ্রেমে ক্যামেরাবন্দি করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের একদল শিক্ষার্থী।

আর শিক্ষার্থীদের তোলা ছবিগুলো নিয়ে মঙ্গলবার ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ইউনিভার্সিটির সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা ছবিগুলো তুলেছেন বলে আয়োজক সূত্র জানিয়েছেন।

দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইউল্যাবের সাংবাদিকতা বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স আর্টিস্ট ফিরোজ মাহমুদ, ইউল্যাবের সিনিয়র প্রভাষক আসিউজ্জামান, আনিস পারভেজ, রাজীবুল হাসান, বিকাশ চন্দ্র ভৌমিক, মোনামী হক ও ইমতিয়াজ আহমেদ চৌধুরী।

প্রদর্শনীর শুরুতে আয়োজনের নানা দিক তুলে ধরেন ইউল্যাবের সিনিয়র প্রভাষক শামস বিন কাদের।

‘ইন্ট্রোডাকশান টু ফটোগ্রাফি’ কোর্সের শিক্ষার্থীদের আলোকচিত্রগুলো ছাড়াও আরো কয়েকটি কোর্সের শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শনীতে স্থান পেয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থী তিলকা, সৌদিয়া, এরিক, সামান্তা জানান, এধরনের আয়োজনের মাধ্যমে আমরা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি। নতুন নতুন সব অভিজ্ঞতা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।