পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণের জন্য ৩৫ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন ইউল্যাবের সাংবাদিকতা বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো।
এসময় উপস্থিত ছিলেন ইউল্যাবের সিনিয়র প্রভাষক আসিউজ্জামান, আনিস পারভেজ, রাজিবুল হাসান, বিকাশ চন্দ্র ভৌমিক, শামস বিন কাদের ও ইমতিয়াজ আহমেদ চৌধুরী।
আয়োজক সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য ইউল্যাব চালু করেছে ‘রেডিও ক্যাম্পবাজ’ ও শিক্ষার্থীদের মুখপত্র ‘ইউল্যাবিয়ান’।
এই রেডিও এবং মুখপত্রে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা এর মাধ্যমে নানা তথ্য জানতে পারছে। যা তাদের ভবিষ্যত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মাননা প্রদান শেষে বিভিন্ন কোর্সের শিক্ষার্থীদের তৈরি কার্টুন, মিউজিক ভিডিও ও নাটক প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১